Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় মোবাইলে কথা বলতে বলতে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মোবাইলে কথা বলতে বলতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন সাইদ মোল্লা (২৫) নামের এক যুবক। কিন্তু হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার (২৩ জানুয়ারি)বেলা ১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাইদ মোল্লা (২৫) উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজাদ মোল্লার ছেলে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী জানান, শুক্রবার দুপুরে সাইদ নামের যুবক মোটরসাইকেল চালিয়ে মোবাইলে কথা বলতে বলতে ঘোনাপাড়া থেকে নিজ বাড়ী টুঙ্গিপাড়ার রামচন্দ্রপুরের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি মালেক বাজারে পৌছালে অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন সাইদ। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এসআই মোসলেম আরও জানান, কিন্তু সাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় বাকি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।