মেহেরপুর প্রতিনিধি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ব্যক্তি প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হলে রাষ্ট্র পরিচালনায় নানাবিধ সংকট তৈরি হয়। এতে তিনি একাধারে সংসদ নেতা, মন্ত্রিসভার নেতা, সরকার প্রধান হয়ে ওঠেন এবং রাষ্ট্রপতি ও বিচার বিভাগের ওপরও প্রভাব বিস্তার করেন। ফলে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সদর উপজেলার খড়ের মাঠে অবস্থিত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য একটি জাতীয় মুক্তির পথ খুঁজে বের করা হয়েছে। এই পথের মূল লক্ষ্য হলো ব্যক্তি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা সীমিত করে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া, সংসদকে কার্যকর ও স্বাধীন ভূমিকা পালনের সক্ষমতা প্রদান করা।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ের মাধ্যমে কমিশনার নিয়োগের ব্যবস্থা করা হলে এসব প্রতিষ্ঠান প্রকৃত অর্থে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করতে পারবে।
তিনি বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় দুটি সমস্যা হলো দুর্বল প্রতিষ্ঠান ও অতিরিক্ত রাজনৈতিক কর্তৃত্ববাদ। প্রশাসনের ভেতরে স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে যদি বিচার বিভাগ ও সংসদকে আলাদা করা না যায়, তাহলে ব্যক্তি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) অনেক সময় মন্ত্রী বা সচিবের থেকেও বেশি ক্ষমতাধর হয়ে ওঠে। বিগত ৫৪ বছরে দেশ একাধিক স্বৈরাচার দেখেছে। ভবিষ্যতে যেন আর কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে উঠতে না পারেন, সে জন্য পরিবর্তনের পক্ষে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
এর আগে তিনি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ফলক উন্মোচন করেন। পরে বেলুন উড্ডয়ন, বৃক্ষরোপণ কর্মসূচি, “স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এবং মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (প্রশাসন ও কারিগরি) সদস্য (যুগ্ম সচিব) মোহাম্মদ সাইফুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.