গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদী উপজেলার বরিশাল- ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনে কার্যালয় নির্বাচনী প্রচারাভিযানকে আরও কার্যকর ও সংগঠিত করতে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় নির্বাচনী আচরণবিধি, ভোটারদের সঙ্গে যোগাযোগের কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, দলীয় বার্তা সঠিকভাবে উপস্থাপন এবং গুজব মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপি'র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, উপজেলা যুবদল নেতা মোঃ সিরাজ সরদার,পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব সরদার,সহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ তুলে ধরে দিকনির্দেশনা দেন।
এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রচার টিমের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারাভিযান নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.