নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর ও হাজী মাজার বস্তিতে যৌথবাহিনীর টাস্কফোর্সের টানা আট ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু হওয়া এই অভিযান শুক্রবার ভোর পর্যন্ত পরিচালিত হয়।
অভিযান শেষে শুক্রবার সকালে টঙ্গীর হাজী মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, যৌথবাহিনীর দুটি পৃথক দল সমন্বিতভাবে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, একাধিক দেশীয় অস্ত্র এবং তিনটি হাতবোমা উদ্ধার করে। অভিযানে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.