কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর সরদার বাড়ি জামে মসজিদের মুসল্লি ও যুব সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নেতৃত্ব দেন গোপালপুর সরদার বাড়ি জামে মসজিদের ইমাম মো. নুরুন্নবীন। এ সময় বিভিন্ন মসজিদের শতাধিক যুবক ও এলাকার মুসল্লিরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সরদার বাড়ি জামে মসজিদের সাবেক ইমাম ও পুলিশ সদস্য আ. হান্নান। তিনি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে সর্বত্র মাদক পাচার হচ্ছে। মাদক এখন সহজলভ্য হয়ে পড়েছে, ফলে মাদকাসক্তের সংখ্যা দিন দিন ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবনের ফলে একজন ব্যক্তি শুধু নিজেই ধ্বংস হচ্ছে না, তার পরিবার ও সমাজও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক, যুব সমাজ এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন গোপালপুর সরদার বাড়ি জামে মসজিদের ইমাম মো. নুরুন্নবীন, আ. হালিম হাওলাদার, মো. সিরাজ সরদার, জালাল তালুকদারসহ আরও অনেকে।

