নরসিংদী প্রতিনিধি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “একজন তো দিল্লি পালিয়ে গেছে, আরেকজন কিছু হলেই পিণ্ডি চলে যায়।” তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে হলে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে এবং পরিবর্তনের পক্ষে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টায় ঢাকা–সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। তিনি বলেছেন, এই দেশের মাটিই আমার ঠিকানা। আমিও বিশ্বাস করি—এই দেশকে আমাদেরই নতুন করে গড়ে তুলতে হবে।” তিনি বলেন, কৃষি ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের কৃষিকার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন, রাস্তাঘাট উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে লুটপাট ও দুর্নীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “আমরা বলি—‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দেশ এগিয়ে যাবে।”
তারেক রহমান বলেন, মিল-কারখানা বন্ধ হয়ে মানুষ বেকার হচ্ছে, এই অবস্থার পরিবর্তন জরুরি। তিনি বলেন, “১২ তারিখের নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে—দেশ কোন পথে যাবে। এই সিদ্ধান্তের মালিক এই দেশের জনগণ।”
তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছর ধরে ভোটাধিকার হরণ করা হয়েছে। ছিল গুম, খুন, গায়েবি মামলা ও বিদেশে টাকা পাচার। এর ফলেই আজ দেশের রাস্তাঘাট, স্কুল-কলেজ ও হাসপাতালগুলোর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের দিন তাহাজ্জুত নামাজ পড়ে সবাই কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ জামাতে আদায় করে প্রথম সুযোগেই ভোট দেবেন।”
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
সমাবেশে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন। তারা হলেন— নরসিংদী-১ আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং নরসিংদী-৫ আসনে মো. আশরাফ উদ্দিন বকুল।
এছাড়া সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.