নওগাঁ প্রতিনিধি
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে জ্ঞান, বিদ্যা ও বাণীর দেবী স্বরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে কলেজ চত্বরে শুরু হয় এ পূজার আনুষ্ঠানিক আয়োজন।
পূজা উপলক্ষে কলেজ প্রাঙ্গণ বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়। ধর্মীয় আচার-
অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী স্বরস্বতীর আরাধনা করা হয়।
দিনব্যাপী আয়োজনে কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষাঙ্গনে স্বরস্বতী পূজা জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পূজা শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো আয়োজনজুড়ে কলেজ চত্বরে বিরাজ করে আনন্দ, ভক্তি ও উৎসবের আবহ।
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ ব্যানার্জি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষনার্থীদের নিয়ে পূজা উৎযাপন করা হয়েছে।

