আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে দীর্ঘদিন ধরে বাঁকিতে মাংস বিক্রি করে, ধারদেনায় জর্জরিত হয়ে হতাশায়
আবুল শাহ ( ৬২) নামে এক কসাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
২৩ জানুয়ারী (শুক্রবার) সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা নওপাড়া ইউপির শ্যামপুরে আত্মহত্যা এই ঘটনা ঘটে।
পরিবার ও এলাকাবাসী সুত্র জানা যায়, এলাকায় কারো বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলেই তিনি মাংস সরবরাহ করতো। মাঝে মধ্যে গরু কেটে খুচরা বিক্রি করতেন। ব্যবসায়ি সুত্রে অনেকের কাছেই বাকি পড়ে যায়। সেই টাকা আদায়ে ব্যর্থ হয়ে ব্যবসার পুঁজি হারিয়ে ফেলেন। বেলঘরিয়া গ্রামের আজিজুলের মেয়ের বিয়েতে ৩ মন মাংশ ওডার ছিল। কিন্তু টাকার অভাবে সেই গরু কিনতে না পারায় প্রচন্ড হতাশ হয়ে পড়েছিলেন। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাইয়া পড়েন।
সকাল সারে পাঁচটার দিকে ভিকটিমের মোবাইল ফোন একাধিকবার বাঁচতে থাকলে তার একমাত্র সন্তান শান্ত বাহিরে এসে ডাকা ডাকি করতে থাকে, কোনো সাড়াশব্দ না পেয়ে। টিনের ফাক দিয়ে দেখেন যে, তার পিতা বশত ঘরের বাঁশের সাথে দড়ি দিয়ে গালায় ফাস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার ছেলের ডাক চিৎকারে পরিবার এবং প্রতিবেশিরা মৃত অবস্থায় উদ্ধার করেন।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)
শফিকুল ইসলাম জানান, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের পরিবারের আবেদনের প্রেক্ষিতে, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

