Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার নামদারপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার দেবরাজ গ্রামের বাসিন্দা এবং হাসমতের মোড় এলাকার নুরনবি সওদাগরের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মাত্র দুই দিন আগে মারুফের মা নাজমা আক্তার তাকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন। শুক্রবার সকালে মারুফ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বড়চওনা ইউনিয়নের নামদারপুর বাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে রাস্তার পাশে রাখা একটি ইটের স্তুপের সঙ্গে ধাক্কা লেগে সে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর পেয়ে সৌদি আরবপ্রবাসী মারুফের বাবা নুরনবি সওদাগর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেশে ফেরার পর ছেলের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোস্তফা কামাল জানান, হাসপাতালে আনার আগেই মারুফের মৃত্যু হয়।

এদিকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।