মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ–রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার চৌদ্দমাইল এলাকায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী হেনস্তা ও চালককে মারধরের ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল হান্নান (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নওগাঁ ও রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হান্নান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চৌদ্দমাইল এলাকায় অবস্থান করে মহাসড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন।
ভুক্তভোগী যাত্রী আমানুল্লাহ আমান জানান, তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে তিনি একটি সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন। পথিমধ্যে চৌদ্দমাইল এলাকায় পৌঁছালে আব্দুল হান্নান ও তার সহযোগী সাইফুল ইসলাম অটোরিকশাটি আটকিয়ে যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং চালককে মারধর করেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে। এ সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় যাত্রীদের হেনস্তার দৃশ্য দেখা যায়, যা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী আমানুল্লাহ আমান বাদী হয়ে হান্নান ও তার সহযোগী সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত হান্নানকে শুক্রবার বিশেষ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.