নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর -২ আসনের ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির টঙ্গীতে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি ও শরিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকেলে টঙ্গী সরকারি কলেজ মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার।
প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ছাড়াও কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, কাজী সাইয়েদুল আলম বাবুল, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার,বেনজির আহমেদ টিটু, মাহাবুবুল আলম শুক্কুর,জসীমউদ্দীন ভাট, আখতারুজ্জামান শুকুর,আরিফ হাওলাদার সরাফত হোসেন, বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, গাজীপুর ২ আসনে ধানের শীষের জয়জয়কার। গাজীপুর বিএনপি ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী প্রচার অভিযানে নেমেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে গাজীপুরের প্রতিটি আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করবেন।
তারা আরো বলেন, এই আসনে ধানের শীষের পক্ষে ৯১ এর মতো গনজোয়ার উঠেছে। ৯১সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক এম এ মান্নান বিপুল ভোটে জয় লাভ করে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র বিপুল ভোটে অধ্যাপক মান্নান নির্বাচিত হয়েছেন। এবার তারই যোগ্য সন্তান এম মঞ্জুরুল রনি ধানের শীষের কান্ডারী গাজীপুর ২ আসন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.