হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় কাঁটাবাড়ি মোড়ে ট্রাক ও মোটরসাইকেলে সংঘর্ষে এক জন নিহত হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,শুক্রবার (২৩ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় দিকে উপজেলার নজিপুর আঞ্চলিক সড়কের কাঁটাবাড়ি মোড়ে এ দুর্ঘটনা হয়।
আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত্ব চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।নিহত আব্দুল জব্বার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পৈতা গ্রামের মৃত শফি উদ্দীনের বড় ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রাক জব্দ এবং ট্রাক চালককে আটক করা হয়েছে,মামলা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

