স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলায় কালনা,নড়াইল,যশোর,
বেনাপোল মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২৩জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা নিহতের ছোট ভাই আরিফ জানান, শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচা করতে যান। গরু কেনা-বেচা শেষে বিকাল সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল যোগে মাইজপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
প্রতিমধ্যে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান এর সাথে অন্তুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে ঘটনা স্থলেই অন্ত শেখ মারা যান।
নড়াইল তুলরামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেওয়া হয়। কাভার্ডভ্যানটি জব্দ হয়েছে।

