Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 
জানুয়ারি ২৩, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত ও অসহায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টায় আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ইকবল কাদরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এম এ হাদিস, সদস্য এ বি এম আলমগীর পিন্টু, সদস্য ডা. রোকনুজ্জামান, সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বিভাগীয় প্রধান ও তহবিল সংগ্রাহক সাজেদুল ইসলাম, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় ২০ জন অসহায় ও শীতার্ত ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলাতেও কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

রেড ক্রিসেন্ট সোসাইটির এ মানবিক উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।