সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বাবুগঞ্জ–মুলাদী দীর্ঘদিন ধরে অবহেলিত ও অনুন্নত একটি অঞ্চল।
এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন আজও বাস্তবায়ন হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে পারলে বাবুগঞ্জ–মুলাদীকে দেশের অন্যতম উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
আল্লাহর রহমতে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বিশেষ করে বাবুগঞ্জের নারী সমাজ হবে দেশের ভাগ্যবান জনগোষ্ঠীর অংশ—যদি তারা এই সুযোগ গ্রহণ করতে পারে।
শুক্রবার (২৪ জানুয়ারী ) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে বিএনপির গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন আরও বলেন, আগামী ১২ তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে পাঁচজন করে ভোটার নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আপনার একটি ভোট শুধু ব্যক্তিগত ভাগ্য নয়, দেশের ভাগ্যও পরিবর্তন করতে পারে। মানুষ কাউকে জোর করে জান্নাত বা জাহান্নামে পাঠাতে পারে না—সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তাই বিভ্রান্তিকর প্রচারণা ও অপপ্রচারে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা করছে, তারা যেন আমাদের কাতারে ঢুকতে না পারে—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, যুবদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিব, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিল, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরানসহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.