রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে জনতার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন চ্যানেল আই-এর টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। আজিজুল বারী হেলাল বলেন, খুলনা-৪ আসন সকল ধর্মের মানুষের।
এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে এবং ধর্মের নামে কোনো বৈষম্য চলতে দেওয়া হবে না। তিনি সবাইকে সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা বিষয়ে হেলাল বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “নারী সমাজকে সম্মান ও নিরাপত্তা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। প্রত্যেক পরিবারকে সচেতন ভূমিকা রাখতে হবে।”
মাদক ও সন্ত্রাস দমনে তিনি বলেন, “ধর্ম চর্চা ও ক্রীড়া চর্চা যৌথভাবে যুব সমাজকে সুস্থ রাখে। খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে তরুণদের অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।” ফিফা রেফারি মনির ঢালী এর প্রশ্নের জবাবে হেলাল বলেন, “বিএনপি সরকার গঠিত হলে তিনটি উপজেলায় আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা হবে।”
সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন এর প্রশ্নের উত্তরে হেলাল বলেন, নির্বাচিত হোক বা না হোক তার হটলাইন সবসময় খোলা থাকবে। রূপসা উপজেলার সাংবাদিকদের উন্নয়নের জন্য আধুনিক প্রেসক্লাব গঠনে সহযোগিতা করা হবে।
ভূমি অফিসের দুর্নীতি প্রসঙ্গে হেলাল বলেন, “উপজেলার ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসগুলোকে দালালমুক্ত করতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতিবিরোধী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মিথ্যা মামলা ও কারাবরণের প্রসঙ্গে হেলাল বলেন, “চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়া নেতৃত্ব বিকাশ সম্ভব নয়। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানই আমার রাজনীতির মূল আদর্শ।”
প্রশ্নোত্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হেলাল, মেডিকেল শিক্ষার্থী রাহুল, খ্রিস্টান সম্প্রদায়ের জয় নোটন বাড়ই, ফিফা রেফারি মনির ঢালী, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বাকির হোসেন, প্রধান শিক্ষক বিউটি পারভিন, হাফিজুর রহমান, আঃ কুদ্দুস সহ শতাধিক জনতা।
বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা আহবায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা আহবায়ক চৌধুরী কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, আনিসুর রহমান, জেলা বিএনপি নেতা শেখ আলী আজগর, এম এ সালাম, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, তাঁতিদল নেতা মাহমুদুল আলম লোটাস এবং অন্যান্য উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.