মেহেরপুর প্রতিনিধি
মেহরপুরে শুক্রবার বিকেলে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দীন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম নজরুল কবির, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা নির্বাচন অফিসার এনামুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, “ইনসাফের পক্ষে, জুলাইয়ের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিন। বর্তমান কেন্দ্রীভূত ক্ষমতার কারণে দেশের প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না। সংসদ, মন্ত্রিসভা, সরকার প্রধান ও রাষ্ট্রপতির ওপর প্রভাবের কারণে নীতিমালা ও আইন প্রণয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্য আমাদের একটি জাতীয় মুক্তির পথ তৈরি হয়েছে। আমাদের সরকারে সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিষ্ঠানগুলো দুর্বল। রাজনৈতিক কর্তৃত্বের কারণে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। অতীত ৫৪ বছরে আমরা স্বৈরাচার দেখেছি। তাই ব্যক্তি প্রধানমন্ত্রী যেন আবারও স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে জন্য পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”
বিশেষ অতিথি মনির হায়দার বলেন, “৫৪ বছরের ভুল সংশোধনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়া প্রয়োজন। ছাত্র জনতার জুলাই বিপ্লবের ফলে আমরা স্বাধীনভাবে বাঁচার পথ পেয়েছি। তাই আমাদের সকলে এগিয়ে আসতে হবে।”
সভায় উপস্থিতরা সভার বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহিত হন।

