মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কেন্দুয়া-এর উদ্যোগে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ জানুয়ারি ।
উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল ইসলামের মৌখিক নির্দেশনায় আয়োজিত এ সভা আগামী ২৬ জানুয়ারি ২০২৬ খ্রি., রোজ সোমবার বিকাল ৩টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত হবে।
সভায় উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসা প্রধান ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক দিকনির্দেশনা ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ মতবিনিময় সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. শফিকুল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারি জানান, ইউএনও স্যারের মৌখিক নির্দেশ অনুযায়ী এ সভা আহবান করার হয়েছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা সভার সফলতা নিশ্চিত করাসহ লিখিত পত্র প্রদানের জন্য একাডেমিক সুপার ভাইজারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপার ভাইজার শামিমা আক্তার, এ মত বিনিময় সভার বিষয়টি নিশ্চিত করেন বলেন,ইতোমধ্যে সকল মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধানদের এ মত বিনিময় সভায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য লিখিত পত্র প্রদান করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রিফাতুল ইসলামের কাছে এ মত বিনিময় সভার আলোচ্য বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ মত বিনিময় সভায় সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।
উল্লেখ্য সম্প্রতি কেন্দুয়া উপজেলায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। শিক্ষা বোর্ডের সুস্পষ্ট নির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি আদেশ অমান্য করে টেস্ট পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করানোর অভিযোগে শিক্ষা প্রশাসনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আসন্ন এসএসসি পরীক্ষার প্রাক্কালে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম স্পষ্টভাবে নির্দেশনা দেন—নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হলেও কোনো শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া যাবে না। এই নির্দেশনা ছিল শিক্ষা বোর্ডের নীতিমালার আলোকে এবং শিক্ষার মান ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অভিযোগ রয়েছে, উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা যোগসাজশে ও নৈতিকতা উপেক্ষা করে নির্বাচনি পরীক্ষায় তিন বিষয়ে অকৃতকার্য এমন শিক্ষার্থীদেরও গোপনে এসএসসি ফরম পূরণ করিয়েছেন। অথচ নির্বাচনি পরিক্ষায় অকৃতকার্য বহু শিক্ষার্থীকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
এতে করে প্রশ্ন উঠেছে— বোর্ডের লিখিত নির্দেশনা ছাড়াই অকৃতকার্যদের ফরম পূরণ কেন অবৈধ গণ্য হবে না? কেন কিছু নির্দিষ্ট শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দিয়ে বাকিদের বঞ্চিত করা হলো? এই বৈষম্যমূলক সিদ্ধান্তের পেছনে কার স্বার্থ কাজ করেছে?
এই পরিস্থিতিতে নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ফরম পূরণের সুযোগ না পাওয়া অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
অনেক অভিভাবক প্রকাশ্যে অভিযোগ করছেন—একই অপরাধে কেউ সুযোগ পেলেও কেউ পেল না, যা স্পষ্টতই প্রশাসনিক বৈষম্য ও ন্যায়বিচার লঙ্ঘনের শামিল।
এ বিষয়ে একাধিক ছাত্র-অভিভাবক জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের বিরুদ্ধে আদালতে আইনি লড়াইয়ের জন্য লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে। পাশাপাশি আগামী ২৫ জানুয়ারি রবিবার সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করা হবে বলেও নিশ্চিত করেছেন এক অভিভাবক।
এই প্রেক্ষাপট চলমান থাকাকালীন সময়ের মধ্যেই আগামী ২৬ জানুয়ারি কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা ডেকেছেন কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:শফিকুল ইসলাম বারি। এই মত বিনিময়সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।
কারণ, এই সভায় নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি ফরম পূরণ সংক্রান্ত সিদ্ধান্তের আইনগত বৈধতা, প্রশাসনিক দায় এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সভা শুধু একটি মতবিনিময় নয়—বরং এটি হতে পারে শিক্ষা ব্যবস্থায় অনিয়ম রোধ, বৈষম্যের অবসান এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরীক্ষা।
এখন দেখার বিষয়, শিক্ষা বোর্ডের নীতিমালা ও উপজেলা প্রশাসনের নির্দেশনার আলোকে এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় কিনা—নাকি পুরো বিষয়টি আবারও ধামাচাপা পড়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.