ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বইছে ভোটের হাওয়া।
শুরুর দিন থেকেই প্রচার-প্রচারণা, মিছিল-পাল্টা মিছিলে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। নির্বাচনী উত্তাপের এই সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে নৌ-বাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ প্রশাসন। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত একাধিক টিম উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে টহল দিচ্ছে। দিনভর টহলের পাশাপাশি সন্ধ্যার পরও গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় নিরাপত্তা টহল জোরদার রয়েছে ।
দ্বীপ এলাকা হওয়ায় হাতিয়ায় পুলিশ ও কোস্ট গার্ডের পাশাপাশি নৌ-বাহিনীকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই হাতিয়ায় নৌ-বাহিনীর স্থায়ী উপস্থিতি রয়েছে। তারা দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। নির্বাচন ঘনিয়ে আসায় নিরাপত্তা জোরদার করতে নৌ-বাহিনীর সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে।গত ২০ জানুয়ারি হাতিয়ায় অতিরিক্ত নৌ-বাহিনী মোতায়েন করা হয়।
প্রতিদিন উপজেলার নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুম দ্বীপ পর্যন্ত স্থল ও নৌ-পথে টহল দিচ্ছেন বাহিনীর সদস্যরা। কখনো যানবাহনে, কখনো পায়ে হেঁটে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে তাঁদের।নৌ-বাহিনীর চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা জানান, এর আগেও হাতিয়ায় ‘ডেভিল হান্ট’সহ বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাহিনীটি।নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য।
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, এলাকায় উত্তেজনা সৃষ্টির কোনো সুযোগ নেই। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান ও নিয়মিত টহলের কারণে ভোটারদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

