কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বাণী—“বিশ্বে যা কিছু মহান ও চিরকল্যাণকর, তার অর্ধেক করেছেন নারী অর্ধেক তার নর”—আজও প্রাসঙ্গিক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নারীরা শিক্ষা, চাকরি এবং উদ্যোক্তা হিসেবে সমানভাবে এগিয়ে যাচ্ছেন। অনলাইন ব্যবসার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং সাফল্য বিশেষভাবে চোখে পড়ার মতো।
কবি নজরুল সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স শিক্ষার্থী সামসুন্নাহার নাফিসার এমনই এক অনুপ্রেরণার উদাহরণ। কোভিড-১৯ মহামারির সময় দীর্ঘদিন ঘরে থাকা অবস্থায় নাফিসা রান্নার প্রতি আগ্রহ দেখান এবং সামাজিক মাধ্যমে রান্নার ভিডিও শেয়ার করতে শুরু করেন। ভিডিওগুলো জনপ্রিয়তা পাওয়ার পর তিনি অনলাইন বেকিং বিজনেস শুরু করার সিদ্ধান্ত নেন।
শুরুর দিকে টিউশনের সঞ্চয় এবং মায়ের কাছ থেকে প্রাপ্ত অর্থ মিলে মোট ৩০ হাজার টাকা বিনিয়োগ করে নাফিসা ওভেন ও অন্যান্য বেকিং সরঞ্জাম সংগ্রহ করেন। তবে ব্যবসার শুরুতে তাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়—ক্রেতাদের বিশ্বাস অর্জন, অর্ডার বাতিল, ডেলিভারি চার্জ ইস্যু এবং অনেকে তাকে ছোট বলে অবহেলা করত।
নাফিসা বলেন, “পরিবারের সমর্থন ছিল আমার সবচেয়ে বড় শক্তি। যখন ব্যবসায় ক্ষতির মুখোমুখি হতাম, মা আমাকে উৎসাহ দিত। হয়তো পরিবারের সাপোর্ট না থাকলে এত দূর আসতে পারতাম না।”
বর্তমানে পড়াশোনার পাশাপাশি ঘরে বসেই মাসে ২০–২৫ হাজার টাকা আয় করছেন নাফিসা। তিনি ভবিষ্যতে ব্যবসাটিকে আরও বড় পরিসরে নেওয়ার স্বপ্ন দেখছেন এবং নিজের একটি শপ খুলতে চান।
নাফিসার কথায়, “ব্যবসা আমি পছন্দ করি কারণ এখানে নিজের মতো করে কাজ করা যায়। উপহাস কে করল তা না ভেবে নিজের স্বপ্নের পেছনে লেগে থাকতে হবে। আমার আত্মবিশ্বাসই আমাকে এত দূর নিয়ে এসেছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.