Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 
জানুয়ারি ২৩, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত মুকসুদপুর থানার বাটিকামারী বাজার এলাকায় এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসনাত উপস্থিত ছিলেন।

চেকপোস্ট চলাকালে প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, ট্রাকে বহনকৃত মালামাল পরীক্ষা এবং অতিরিক্ত ওভারলোড রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। তবে তল্লাশিতে কোনো অবৈধ দ্রব্য বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন দোকানদারকে সতর্ক করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করা হয়। চেকপোস্ট চলাকালে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেল এবং ২টি দোকানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।