Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা-২ আসনে ধানের শীষের মহাউল্লাস: গ্রুপিং ভুলে এক মঞ্চে বিএনপির দুই পক্ষ

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা ও অভ্যন্তরীণ বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এক কাতারে দাঁড়িয়েছে মাগুরা-২ (মহম্মদপুর–শালিখা) আসনের বিএনপি। সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়ন গ্রুপের নেতাকর্মীদের উপস্থিতিতে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটে।

 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে মহম্মদপুর উপজেলার কর্নেল আব্দুল হান্নান মার্কেট চত্বরে দুই পক্ষের দীর্ঘ আলোচনা ও সমঝোতার মাধ্যমে ঐতিহাসিক এক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সকল গ্রুপিংয়ের অবসান ঘোষণা করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন উভয় বলয়ের নেতাকর্মীরা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “আমি দলের মধ্যে কোনো বিভক্তি চাই না। সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। আজ থেকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয় এবং গণতন্ত্র পুনরুদ্ধার।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মনোনয়ন প্রত্যাশী নেতা এস এম রবিউল ইসলাম নয়ন।

 

এদিন নয়ন ও কামালের অনুসারীরা প্রকাশ্যে নিতাই রায় চৌধুরীর হাতকে শক্তিশালী করার ঘোষণা দিলে হাজারো নেতাকর্মীর মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে। বক্তারা বলেন, দেশের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অতীতের সকল তিক্ততা ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার সময় এসেছে।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান ও পিকুল খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক ড. রুইচ উদ্দীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী সরদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহম্মদপুর উপজেলা বিএনপির এই নাটকীয় ঐক্য মাগুরা-২ আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এনেছে। গ্রুপিংয়ের অবসান হওয়ায় সাধারণ ভোটারদের মাঝেও ধানের শীষকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।