নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে একটি পিকআপ ভ্যানের বডির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পূর্ব চারাভাঙ্গা এলাকার মৃত লোকমান মিয়ার ছেলে মো. মিলন মিয়া (৪২) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার শৈলাট এলাকার মৃত বাহাদুরের ছেলে পিকআপ চালক মো. তাহাদুল ইসলাম শান্ত (১৯)।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৩৫ মিনিটে বারৈচা বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টার সংলগ্ন এলাকায় একটি আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন হলুদ রঙের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে গাড়ির বডির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ দশমিক ৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। পাশাপাশি নগদ ৩ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদীর বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত র্যাব-১১ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। এই সময়ে ৫৩৩ জনেরও বেশি মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, আরসা সদস্যসহ বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদেরও আইনের আওতায় আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.