মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে গ্রামে গ্রামে চলমান জনসংযোগে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন নারী কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা জামায়াত।
জেলা জামায়াতের অভিযোগ, গ্রাম বিএনপির কর্মী-সমর্থকরা এই হামলা চালিয়েছে। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার প্রতিবাদ ও বিস্তারিত তুলে ধরতে শনিবার বিকেলে মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হোসাইন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হামলার পরপরই বিষয়টি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে জামায়াতের মহিলা কর্মীদের উদ্দেশ্যে জনসংযোগ কার্যক্রম বন্ধ রাখার কথা বলেন এবং এলাকায় নারীদের জনসংযোগ করা যাবে না বলে মন্তব্য করেন।
এ বিষয়ে জেলা জামায়াত আপত্তি জানালে জেলা প্রশাসক জানান, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বক্তব্য সঠিক ছিল না এবং তিনি ভুল তথ্য দিয়েছেন। জেলা প্রশাসক আরও জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাদের জনসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি করতে হামলা ও ভয়ভীতি প্রদর্শন করছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং অবাধ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন, জেলা নির্বাচনী সচিব আব্দুর রউফ মুকুল, জেলা প্রচার সেক্রেটারি খাইরুল বাশার এবং সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.