সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে বিএনপিতে যোগদানের এক সপ্তাহের মাথায় শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বসতবাড়িসহ তার সমর্থকদের বাড়িতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে দলের অপর একটি পক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় অন্তত তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয় এবং ৯টি আধাপাকা টিনের ঘর ও দোচালা টিনের ঘর পিটিয়ে ও কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী আগে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় তিনি প্রায় পাঁচ শতাধিক সমর্থকসহ বিএনপিতে যোগদান করেন। ঘটনার আগের দিন তিনি স্ত্রী ও সন্তানদের কাছে দুবাই যান।
চেয়ারম্যানের অনুপস্থিতিতে শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। একই সঙ্গে তার সমর্থকদের আরও ১১টি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, ইউপি চেয়ারম্যান ভাসানী খান ও তার অনুসারীদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে।
ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী দুবাই থেকে মুঠোফোনে জানান, “এই হামলার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা হেলাল আকন, আনোয়ার আকনসহ তাদের সমর্থকরা জড়িত।” তিনি বলেন, কয়েকদিন আগে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করায় বিষয়টি তাদের ভালো লাগেনি। এ ঘটনায় অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে অভিযুক্ত হেলাল আকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
এ বিষয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

