Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তাড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

তারাইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

তারাইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া চৌরাস্তা বাজারে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক আন্দোলন সফল হতে পারে না।

জাতীয়তাবাদী মহিলা দল তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, সহ-সভাপতি মাজহারুল ইসলাম মুকুল ও আখলাকুল ইসলাম অংকুর, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ আলেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু ও সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য রকিবুর রহমান রুজন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ূমসহ দলীয় নেতাকর্মীরা।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক দিলোয়ারা খানম বলেন, আজ আমরা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক সাহেবকে সঙ্গে নিয়ে রাউতি ইউনিয়নের পুরুড়া চৌরাস্তা বাজারে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করতে পেরে আনন্দিত।

এই কার্যালয় থেকে তৃণমূল পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও বেগবান হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মহিলা দলের তাড়াইল-সাচাইল ইউনিয়ন সভাপতি মোছা. জাহানারা বেগম, রাউতি ইউনিয়ন মহিলা দলের সভাপতি শরীফা খাতুন, সম্পাদক অজিফা খাতুন, ধলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি হালিমা আক্তার এবং রাউতি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আশরাফ আহম্মেদ।

উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের কার্যালয় উদ্ভোধনের আগে ড.এম ওসমান ফারুক দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার রাউতি ইউনিয়নের গাবতলী বাজার,শিমুলআটি বাজার,মেছগাঁও বাজার এবং বানাইল বাজারে নির্বাচনী প্রচারে পথসভায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দলীয় নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।