Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপাড়া গ্রানাইট প্রকল্পে খননকাজে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

দেশের একমাত্র পাথর খনির গুরুত্বপূর্ণ প্রকল্প দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে।

শনিবার(২৪জানুয়ারি)বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকে করে প্রায় ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিস্ফোরক দ্রব্যের এই চালানটি আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। নির্ধারিত এলসি ও কমার্শিয়াল ইনভয়েসের আওতায় চালানটি বৈধভাবে আমদানি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মধ্যপাড়া গ্রানাইট মাইন প্রকল্পে পাথর উত্তোলন কার্যক্রম পরিচালনার জন্য এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বিস্ফোরক বহনকারী ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে এবং সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করবেন আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ প্রতিনিধি। যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি পরিবহন ব্যবস্থায় দিনাজপুরে পাঠানো হবে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক দ্রব্যের খালাস ও পরিবহন প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যেকোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্দর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি জোরদার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।