নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ায় গরিব, অসহায় ও দুস্থ রোগীদের জন্য দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং হাজরা খাতুন হেলথ কেয়ার লিমিটেডের সহযোগিতায় এই মহতী কার্যক্রম সম্পন্ন হয়।
শনিবার (২৪ জানুয়ারি) হাজরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন রোকেয়া ফাউন্ডেশনের পরিচালক ও এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. এস এম আবু জাফর। টিমের অন্যান্য সদস্যরা ছিলেন—ডা. সোহাগ শেখ, ডা. সোহান জাফর, ডা. শরীফাতুজ জাহান ও ডা. প্রীতিলতা।
দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ ধরনের সেবামূলক কার্যক্রমে ব্যাপক উৎসাহ দেখা যায়।
মেডিকেল ক্যাম্প চলাকালীন কচুয়া থানা বিএনপির সভাপতি সরদার জাহিদ উপস্থিত থেকে রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি এসময় ভবিষ্যতে আরও বড় পরিসরে মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.