হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়কসহ পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)তে যোগদান করেন।
শনিবার( ২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা শহর কলেজ রোডস্থ এনসিপির কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিক ভাবে এনসিপিতে যোগদান করেন।
যোগদানকারী হাতিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক মুহিব্বুর রহমান, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাও.ছারোয়ার খান, একই ইউনিয়ন মৎস্য দলের সদস্য সচিব আবুল খায়ের, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো.ইদ্রিস বাকের।এবং জাহাজমারা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি সম্রাট আকবরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদান করেন।
এসময় তাদের উদ্দেশ্যে নোয়াখালী-৬(হাতিয়া) আসনের ১০দলীয় জোটের সমর্থিত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেন, গতকাল হরনী ইউনিয়নে বিএনপির প্রায় দুইশো নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। আজ পৌরসভা, বু্ড়িরচর ইউনিয়ন এবং জাহাজমারা ইউনিয়ন বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন। আরো অনেকে যোগদানের জন্য যোগাযোগ করছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, শাপলা কলি মার্কা হাতিয়ায় ৯০ পারসেন্ট ভোট পাবে, আর ১০ পারসেন্ট বাকি দলগুলো পাবে। হাতিয়ার উন্নয়নের স্বার্থে সবাইকে এক ছাতার নিচে আসার আহবান রইল। অস্রবাজ এবং চাঁদাবাজ ছাড়া বাকি সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহবান জানান তিনি।
বিভিন্ন এলাকায় বিএনপির লোকেরা তাঁর সমর্থকদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও তোলেন সাংবাদিক সম্মেলনে।
যোগদান অনুষ্ঠানে এনসিপি ও জামায়াত ইসলামের নেতৃবৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

