নোয়াখালী প্রতিনিধি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ভোটাররা জনসমুদ্র হয়ে ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা দেখাচ্ছে এবং আগামীর প্রধানমন্ত্রী হবে তারেক রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খোকন আরও বলেন, দেশে গত ১৭ বছর সুষ্ঠু গণতন্ত্র ছিল না। আগামী ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ; এটি ব্যাহত হলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, সংসদ সদস্য থাকার সময় এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ ও ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণসহ বহু উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি নির্বাচিত হলে অসম্পূর্ণ প্রকল্পগুলো সম্পন্ন করার আশ্বাস দেন। এছাড়া কোনো সন্ত্রাস, চাঁদাবাজি বা সংখ্যালঘু নির্যাতন এলাকার মাটি বরাবর থাকবে না।
সভায় পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভুইয়া এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি সকালেও চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.