স্টাফ রিপোর্টার, নড়াইল
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মধ্যে অবহেলিত নড়াইল। এ জেলার উন্নয়ন করতে হলে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে নড়াইলে বিশ্ববিদ্যালয় হবে,মেডিকেল কলেজ হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হলে ধানের শীষেই ভোট দিতে হবে,এর কোন বিকল্প নেই।
শনিবার (২৪জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ঐতিহ্যবাহী নাকশী মাদরাসা বাজারে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ উপরোক্ত কথা বলেন।
জনসভায় প্রধান অতিথি আরো বলেন,যারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ভালোবাসেন,তাদের মার্কা একমাত্র ধানের শীষ। ধানের শীষ মার্কা স্বাধীনতা ও সার্বভৌমত্বের মার্কা।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নড়াইল জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এসএম শাহিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্যাসহ প্রমূখ। নির্বাচনী জনসভায় বিএনপি’র বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

