বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে ১৬ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সন্ধ্যা নদীর ‘ভাঙ্গার মুখ’ নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরের দিকে কিশোরটি কয়েকজন সঙ্গীর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে জানানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ কিশোরের পরিবার ঘটনাস্থলে এসে আহাজারি করছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.