বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁদপাশা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করা হয়।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্স।
শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য দোয়া করা হয়। পাশাপাশি বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের জন্যও বিশেষ দোয়া করা হয়।

