নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর থানার বাদুয়ারচর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর থানাধীন গেইট বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো: শফি উল্লাহ (৪১), পিতা আনোয়ার হোসেন এবং মো: জাহিদ খাঁন (৩৩), পিতা মো: কামাল খান। উভয়েই নরসিংদী সদর মডেল থানার বাদুয়ারচর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কায়েস আকন্দ-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এসআই মো: সাইফুল ইসলাম ও এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে দলটি ‘থ্রুটল স্পা’ নামক মোটরসাইকেল সার্ভিসিং দোকানের সামনে অবস্থান নেয়।
অভিযানকালে ওই দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের তল্লাশি করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

