আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ব্যক্তিগত ভুল ও অতীতের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে রাজনীতিতে অনেকটাই পিছিয়ে পড়ার কথা অকপটে স্বীকার করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমার জীবনের একটি ভুল আমাকে রাজনীতিতে হাজার হাজার কিলোমিটার পিছিয়ে দিয়েছে। আজ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ধানের শীষের প্রতীককে শক্তিশালী করতে চাই। দল ও দেশের স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, এখন আর বিভক্ত থাকার সময় নেই। ব্যক্তিগত হিসাব-নিকাশ ও দলীয় কোন্দল ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এই মুহূর্তের প্রধান লক্ষ্য।
এরই ধারাবাহিকতায় ফরিদপুর–১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের একাংশের নেতাকর্মীরা। দীর্ঘদিনের দলীয় কোন্দল ও ভুল বোঝাবুঝি ভুলে তারা খন্দকার নাসিরুল ইসলামের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানান।
সভায় বক্তারা বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে দল ও দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়াই এখন সময়ের দাবি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।
নেতাকর্মীরা আরও বলেন, খন্দকার নাসিরুল ইসলাম একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তার নেতৃত্বেই ফরিদপুর–১ আসনে বিএনপির রাজনীতি আরও শক্তিশালী হবে। তাকে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তারা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ, বিএনপি নেতা নজরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

