সাতক্ষীরা প্রতিনিধি
নিখোঁজ হওয়ার দু'দিন পর শিশু সেজাত হোসেন রিয়ান (৬) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার হয়।
শিশু রিয়ান সদর উপজেলার আখড়াখোলা ইউনিয়ন সদরের শাহাদাত হোসেন সাজুর ছেলে।
বল্লী ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ গোলাম কিবরিয়া জানান, তাঁর আপন ছোট ভাই মতিয়ার রহমান সরদার শিশু রিয়ানের নানা।
রিয়ান প্রায়ই নানার (তাদের) বাড়িতে আসতো।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নানার বাড়ি থেকেই রিয়ান নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় রিয়ানের মা ইশরাত জাহান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাবেক মেম্বার গোলাম কিবরিয়া আরো বলেন, শিশু রিয়ানকে অপহরণ করা হয়েছিলো। দুজন লোক একটি মোটরসাইকেলে করে তাকে নিয়ে যায়। সদরের রাজনগর বাজারে অনেকেই তাদেরকে দেখেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মুহা: মাসুদুর রহমান জানান, গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.