Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে আলোচিত জাফর গ্রেফতার

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়া এলাকায় ম্রো সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার আসামি জাফর আলম (৪৫) ওরফে বাইট্টা জাফরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে লামা উপজেলার ফাইতং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জাফর আলম আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুক্তার সর্দার পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জাফর আলম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন মানুষের ফলের বাগান থেকে ফল, মুরগি, গরু ও ছাগল চুরি করে এলাকাবাসীকে অতিষ্ঠ করে তুলেছিলেন তিনি।

সর্বশেষ গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে একটি বাগান থেকে কলার ছড়ি চুরির সময় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। পুলিশে খবর দেওয়ার উদ্দেশ্যে তাকে জানালী পাড়ায় আটকে রাখা হয়। তবে পুলিশের কাছে খবর পৌঁছানোর আগেই জাফরের সহযোগী ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে জানালী পাড়াবাসীর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ম্রো সম্প্রদায়ের লোকজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে জাফর আলমকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় অন্তত ৮ জন গুরুতর আহত হন।

এ ঘটনার প্রেক্ষিতে ১৮ জানুয়ারি আলীকদম থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ২০ জানুয়ারি জাফর আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে আলীকদম উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

এ বিষয়ে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন বলেন, “একাধিক মামলার আসামি জাফর আলমকে শনিবার দিবাগত রাতে লামা উপজেলার ফাইতং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।