মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদারীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।
সেনা সূত্র জানায়, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার তার নিজ বাড়ির বাগান ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরবর্তীতে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, ৪টি চাপাতি, ৩টি রামদা এবং ২টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয় এবং বিষয়টি সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।
এ বিষয়ে সেনা কর্মকর্তারা জানান, অভিযুক্ত পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ যাতে নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে সেনাবাহিনীর এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সড়ক ও মহাসড়কে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.