জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (UDMC) ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীউলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস (MABFO)-এর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (ICRDCV-III) প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু।
ESDO-ICRDCV-III প্রকল্পের প্রজেক্ট অফিসার মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, UDMC সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপি সদস্য, কৃষক প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ESDO বাস্তবায়িত ICRDCV-III প্রকল্প শ্রীউলা ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, ২০২৬ সালে ICRDCV-III প্রকল্পের আওতায় শ্রীউলা ইউনিয়নে মোট ১৫টি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে—দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দুর্যোগ সহনশীল টয়লেট স্থাপন, পরিবারভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যাশ ফর ওয়ার্ক (CFW), দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ (WASH) সুবিধা সংস্কার।
সভায় প্রকল্পের পক্ষে ICRDCV-III প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. শামসুল হক মৃধাসহ ESDO এবং অন্যান্য প্রকল্পের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.