Nabadhara
ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মূল্যায়ন না করায় ১১ দলীয় জোট ছেড়েছি: হাতপাখা প্রার্থী মো. সাইফ উদ্দিন শিপন

ফেনী প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. সাইফ উদ্দিন শিপন বলেছেন, যথাযথ মূল্যায়ন না করায় তারা ১১ দলীয় জোট থেকে বের হয়ে এসেছেন। তবে সংবিধান সংস্কারসহ জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে সোনাগাজী উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় মো. সাইফ উদ্দিন শিপন বলেন, নির্বাচিত হলে সবার জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব দূরীকরণেও বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করে বলেন, একটি বড় রাজনৈতিক দল প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসম পরিবেশ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। অতীতে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে ইসলামি আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন।

ভোটের পর জনগণ ইসলামি আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্য কাউকে পাশে পাবে না দাবি করে তিনি বলেন, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ইসলামি আন্দোলন বাংলাদেশ ৬০ থেকে ৬৫টি আসনে বিজয় অর্জন করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা নুরুল করিম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামি আন্দোলন সোনাগাজী উপজেলা সভাপতি মাওলানা নুরুল হক এবং সাবেক সাধারণ সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদসহ দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।