মেহেরপুর প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলা কারাগারে বন্দি থাকা ১৪ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় মেহেরপুর জেলা কারাগারেও প্রশাসনের তত্ত্বাবধানে এই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব বন্দি মামলার বিচারাধীন অবস্থায় রয়েছেন অথবা যাদের ভোটাধিকার আইনত বহাল রয়েছে, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে ভোটার তালিকা যাচাই, প্রয়োজনীয় ফরম পূরণ, ব্যালট সংগ্রহসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির জানান, কারাগারে বন্দিদের ভোট প্রদান যেন সুষ্ঠু, স্বচ্ছ ও গোপনীয়ভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণের সময় নির্বাচন কর্মকর্তা, কারা কর্তৃপক্ষ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক বলেন, কারাগারে থাকা নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা কারাগারের জেলার জাহাঙ্গীর হোসেন জানান, ইতোমধ্যে ১৪ জন বন্দির ভোটাধিকারের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং ভোটগ্রহণের জন্য কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.