এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি
বেকার নারীদের স্বাবলম্বী করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫০ জন নারীকে তিন মাস প্রশিক্ষণ প্রদানের পর বিনামূল্যে সেলাইমেশিন প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বালিয়াডাঙ্গী পেট্রোল পাম্প সংলগ্ন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন, চেয়ার,টেবিল ও সেলাই সরঞ্জাম তুলে দেওয়া হয়।
সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে জমিরিয়া ইহয়াউল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উত্তরাঞ্চলের প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা বেলাল উদ্দিন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, জমিরিয়া মাদরাসার শিক্ষক রবিউল আউয়াল প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
বক্তারা আন্তজার্তিক দাতা সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীতে আরও এ ধরণের কাজ বৃদ্ধির আহ্বান জানান।
এ উপলক্ষে সংশ্লিষ্টরা মহান আল্লাহ তাআলার কাছে এই মহৎ কার্যক্রম কবুল হওয়ার দোয়া কামনা করেন এবং WBS–এর সম্মানিত চেয়ারম্যান শাইখ আশরাফুল ইসলাম ও মেজবাহুল হকসহ এই উদ্যোগে সম্পৃক্ত সকলের জন্য দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.