বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম অত্র মাদরাসায় সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। ফাজিল ও কামিল পরীক্ষা বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদরাসায় কেন্দ্র হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়।
কিন্তু সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রভাব খাঁটিয়ে আলিম পরীক্ষার কেন্দ্রটি তার শ্বশুর বাড়ি এলাকার বাট্টাজোড় কেআরআই মাদরাসায় বহাল রাখেন।
এরপর প্রশাসনকে পাশ কাটিয়ে খয়ের উদ্দিন মাদরাসার দাখিল পরীক্ষার কেন্দ্রটিও কেআরআই মাদরাসায় নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আমাদের মাদরাসাটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা ভাল। সহজেই প্রশাসন ও শিক্ষার্থীরা মাদরাসায় যেতে পারেন।
তাই খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা কেন্দ্র বহালের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মাদরাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.