রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে তার নেতৃত্বে আলহাজ্ব সারোয়ার খান কলেজও পরপর তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।
শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রফেসর মোঃ আলতাফ হোসেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীম কাটিগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুস সোবাহান মোল্লা এবং মাতা জোহরা খাতুন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাংলা বিভাগে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।
শিক্ষকতা জীবনে প্রফেসর আলতাফ হোসেন ১৯৯৩ সালে আলহাজ্ব সারোয়ার খান কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতার সঙ্গে সহকারী অধ্যাপক, উপাধ্যক্ষ এবং সর্বশেষ অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষা প্রশাসনের পাশাপাশি সাহিত্যাঙ্গনেও তার বিচরণ উল্লেখযোগ্য। তিনি একজন কবি ও কথাসাহিত্যিক। সাহিত্য জগতে তিনি ‘আসিফ আলতাফ’ নামে পরিচিত। এ পর্যন্ত তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার কবিতা ইংরেজি, রুশ, অসমীয়াসহ বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।
এছাড়া তিনি বাংলাদেশ বেতারের সরকারি তালিকাভুক্ত গীতিকার, নাট্যকার ও নাট্যশিল্পী হিসেবেও সুপরিচিত।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার কন্যার নাম রওনক জাহান ইলেন।
এই অর্জনের জন্য প্রফেসর মোঃ আলতাফ হোসেন কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষাঙ্গনে তার এই সাফল্য খুলনা অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.