আমিনুল ইসলাম দুর্গাপু র (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী দুর্গাপুরে আইন সহায়তা আসক ফাউন্ডেশনের আওতাধীন দুর্গাপুর থানা কমিটির সদস্যগনের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৫ জানুয়ারি) কানপাড়া কলেজ মোড় কিন্ডার গার্ডেন সংলগ্ন মাঠে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্গাপুর থানা আসক ফাউন্ডেশনের আইনী সহায়ক কেন্দ্রে সভাপতি শহিদুল ইসলামে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় আসক ফাউন্ডেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আবুল কাসেম, রাজশাহী জেলা আসক ফাউন্ডেশনের আইনী সহায়ক কেন্দ্র সভাপতি জাহাঙ্গীর আলম খান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক সাইদুর ইসলাম। কমিটির সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা মানিক গাজী, সিনিয়র সহসভাপতি জয়নাল কাজী, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, যুগ্ন সম্পাদক ময়েজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পরিচিতি ও আলোচনা সভা শেষে থানা কমিটির সকল সদস্যদের হাতে আইন সহায়তা আসক ফাউন্ডেশনের পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.