মুন্সীগঞ্জ প্রতিনিধি
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ শে জানুয়ারি) দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ আয়নাল হক স্বপন, এনামুল ইসলাম, মোখলেছুর রহমান খোকন, মোঃ ইব্রাহিম হোসেন, আওলাদ হোসেন, সাহিন শেখ, মোঃ রিপন শেখসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, “একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হলে সে পুরো পরিবার ধ্বংস করার জন্য যথেষ্ট। আমাদের সমাজে কৌতূহলবশত ‘একটু খেয়ে দেখি’—এই মনোভাবই মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয়।” তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।” এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথ পাঠ করান।
এ টুর্নামেন্টে মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার ভলিবল ও কাবাডি দল অংশগ্রহণ করে। খেলা শেষে ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টংগীবাড়ি উপজেলা এবং রানার্সআপ হয় লৌহজং উপজেলা।
কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টংগীবাড়ি উপজেলা এবং রানার্সআপ হয় সিরাজদিখান উপজেলা। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.