মুন্সীগঞ্জ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে সিরাজদিখান উপজেলার ভোটগ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ শে জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
প্রশিক্ষণে পুলিশ সুপার মহোদয়, ভোটকেন্দ্রের নিরপেক্ষ পরিবেশ ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচনী মালামাল সংগ্রহ থেকে শুরু করে ভোট চলাকালীন ও ভোটগ্রহন পরবর্তী করণীয় এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু সমন্বয় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত সভায় সম্মানিত জেলা প্রশাসক মুন্সীগঞ্জ, জেলা নির্বাচন অফিসার, সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল, অফিসার ইনচার্জ (ওসি) সিরাজদিখানসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.