জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে রবিবার (২৫ জানুয়ারী) আশাশুনির বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি শুরু হয় দুপুর ১২.৩০ টায় আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা উত্তরপাড়া হরিমন্দিরে, যেখানে রবিউল বাশার স্থানীয় ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। বিকাল ৩ টায় কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিকেল ৫ টায় বড়দল ৮ নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয় এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। সন্ধ্যা ৬.৩০ টায় বড়দল বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৭টায় বুড়িয়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবসার মুর্তাজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি নাজমুল ইসলাম, শহর সেক্রেটারি মেহেদী হাসানসহ অন্যান্য নেতাকর্মী।
বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা পাইনি। দেশের চাঁদাবাজী ও দুর্নীতি বন্ধ করতে হবে। সৎ নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠন করা সম্ভব। এজন্য সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহবান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.