বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা রবিবার (২৫ জানুয়ারী) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শহরের জিলা স্কুল মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় জামালপুর জেলা ফুটবল দল শেরপুর জেলা দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, সিভিল সার্জন ডা: মোহাম্মদ আজিজুল হক এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জেলা পর্যায়ে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করলে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দক্ষ খেলোয়াড় বের করে আনা সম্ভব। এরপর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবে পরিচিত হতে পারবে এবং ভবিষ্যতে বিশ্বকাপে খেলতে সক্ষম হবে।
ফাইনালে খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে উভয় দলই একাধিকবার গোল করার সুযোগ পেলেও কেউ গোল করতে পারেনি। শেষে টাইব্রেকারে জামালপুর জেলা দল ৫-৪ গোলে শেরপুর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

