সুজন চৌধুরী, আলীকদম প্রতিনিধি
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত জনগণের মাঝে রবিবার (২৫ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিন্ধুমুখ পাড়া, ইন্দুমুখ পাড়া ও বড় আগলা পাড়া—এই তিনটি দুর্গম পাড়ায় মোট ১০০টি অসহায় পরিবারের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।
উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক। এসময় অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক তাঁর বক্তব্যে বলেন, “দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “পাহাড়ি এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক তৎপরতার বিষয়ে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো ও যুবসমাজকে শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে।”
লেফটেন্যান্ট কর্নেল আশিক উল্লেখ করেন, বান্দরবান রিজিয়ন ও আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে পরিচালিত মূরং কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মূরং শিশুদের জন্য বিনামূল্যে আবাসিক থাকা-খাওয়া ও মানসম্মত শিক্ষার সুব্যবস্থা রয়েছে। তিনি বলেন, “অভিভাবকরা নিশ্চিন্তে সন্তানদের সেখানে পাঠাতে পারেন। ০১ ফেব্রুয়ারি থেকে মূরং সম্প্রদায়ের যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমও চালু করা হয়েছে, যা তাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতায় সহায়তা করবে।”
বক্তব্যের শেষাংশে জোন কমান্ডার যুবসমাজকে মাদক ও সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান এবং উল্লেখ করেন, “বাংলাদেশ সেনাবাহিনী অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও দেশের সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করতে জনগণের পাশে থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.